দলীয় প্রার্থী মানতে নারাজ আ.লীগের একাংশ
রাজশাহীর পুঠিয়ায় আসন্ন দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দলীয় মনোনয়ন না পেয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, এখনই বিভেদ মেটাতে না পারলে ভোটের মাঠ বিদ্রোহী প্রার্থীদের দখলে যেতে পারে।