Ajker Patrika

দলীয় প্রার্থী মানতে নারাজ আ.লীগের একাংশ

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
দলীয় প্রার্থী মানতে নারাজ আ.লীগের একাংশ

রাজশাহীর পুঠিয়ায় আসন্ন দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দলীয় মনোনয়ন না পেয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, এখনই বিভেদ মেটাতে না পারলে ভোটের মাঠ বিদ্রোহী প্রার্থীদের দখলে যেতে পারে।

বানেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন আবুল কালাম আজাদ। আর বেলপুকুর ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী রাজিবুল হক।

তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, আবুল কালাম আজাদ ও রাজিবুল হক দুজনই সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার অনুসারী। বর্তমান সাংসদ ডাক্তার মনসুর রহমানের অনুসারীরা দলীয় মনোনয়ন পাননি। ফলে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকে দুই ইউনিয়নে মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে। দলীয় প্রার্থী পরিবর্তন করতে গত শুক্রবার বেলপুকুর ইউনিয়নে বিক্ষোভ হয়েছে।

সাইফুল ইসলাম নামের আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা বলেন, নেতা-কর্মীদের মধ্যে এই বিভেদ নিরসন করতে না পারলে সামনের দিনগুলোতে দলের ভেতর সংঘাত তৈরি হবে। এতে দলীয় চেয়ারম্যান প্রার্থী পরাজিত হতে পারেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর কাছে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে।

বেলপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের সমর্থনে একাধিকবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি বিএনপি থেকে আসা। তার পরিবারে জামায়াতের একাধিক নেতা-কর্মী রয়েছে। তাই তাঁকে বেলপুকুরবাসী মেনে নিতে পারছেন না।’

বানেশ্বর ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা জটিলতায় এই ইউনিয়নে দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে ভোট বন্ধ ছিল। আর ভোট বন্ধ থাকার কারণে উন্নয়নমূলক অনেক কাজ হয়নি। অনেকেই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল আমাকে যোগ্য মনে করেছে। আমি নির্বাচিত হলে তার প্রতিদান দিতে চেষ্টা করব।’

মনোনয়নবঞ্চিতরা ক্ষোভে আছেন কি না জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘মনোনয়ন না পেয়ে কারও মনে সাময়িক দুঃখ থাকতেই পারে। তবে দুই-একদিনের মধ্যে সবাই এক কাতারে চলে আসবেন এবং দলীয় প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ বলেন, কেন্দ্র থেকে যাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাঁরাই দলীয় প্রার্থী। দলীয় নেতা-কর্মীরা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন। এখানে বিক্ষোভ বা প্রতিবাদ সভা করে দলীয় প্রার্থী পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আর কেউ দলের বিরুদ্ধে কাজ করলে বা বিদ্রোহী প্রার্থী হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, গতকাল রোববার সকাল ১১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে বেলপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সংরক্ষিত আসনে ৩ মহিলা সদস্য পদে নিয়েছেন ৭ জন এবং ৯ সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন ৩৪ জন। অপরদিকে বানেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কিনেছেন ৯ জন। সংরক্ষিত ৩ মহিলা সদস্য পদে ১৯ জন এবং ৯টি সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নির্ধারিত দিনে ভোটগ্রহণে সব প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বানেশ্বর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ২৯১ জন। বেলপুকুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫৭০ জন।

পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী, পুঠিয়া উপজেলার বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল মঙ্গলবার। আর যাচাই-বাছাই হবে আগামী ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত