Ajker Patrika

‘নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ক্রসফায়ার করিয়াম’

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০১
‘নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ক্রসফায়ার করিয়াম’

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের এক কর্মীকে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভবানীগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল হাসান রনির কর্মী রিয়াজ উদ্দিন মিজিকে শুক্রবার রাত ৮টার দিকে ফোন করেন নৌকার প্রার্থী আবদুল খালেকের ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি। এ সময় রিয়াজ ১ মিনিট ১৩ সেকেন্ডের ফোনালাপটি রেকর্ড করেন।

ফোনালাপে রিয়াজকে হুমকি দিয়ে রাব্বিকে বলতে শোনা যায়, ‘এই মিজি নিরে। মিজি, যদি আর একটা স্ট্যাটাস দেস নৌকার বিরুদ্ধে তাহলে তোরে বাড়িত তন ধরি আনি ক্রসফায়ার করিয়াম। নৌকার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিলে ডাইরেক্ট আঁকি হালাইয়াম। তুই যিয়ানেই থাস। তুই বাড়িতনি হেডা ক। তুই নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিবি তো, তুই মহানগর যুবলীগ করস তো, যুবলীগের নাম বেচস কেন? তুই বিএনপির লগে লিয়াজু করে আওয়ামী লীগের পেস্টুন ভাঙস। এগিন মাইনসে জানে না! বিএনপির লগে লিয়াজু করে যুবলীগের নাম বেচস। মারি হালাইয়াম। ডাইরেক্ট মারি হালাইয়াম। তোর বাবা হালিম মাস্টাররে হবে ওয়াপদা অফিসে নাম ধরি কইছি।’

এদিকে পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন অভিযোগ উল্লেখ করে গত শুক্রবার রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ভাতিজাকে অভিযুক্ত করা হয়।

আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ও বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থী প্রচার-প্রচারণা করছেন। এ ঘটনায় নৌকার প্রার্থী ছাড়া সব চেয়ারম্যান প্রার্থী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকার বিরুদ্ধে কীভাবে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অবস্থান নেয়। সেটা আমি জানি না। প্রতিপক্ষ প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছেন।’

রিয়াজ উদ্দিন মিয়াজি বলেন, ‘ফোন পেয়ে আমি রাব্বিকে সালাম দিয়েছি। কিন্তু রাব্বি শুরু থেকেই আমাকে ধমক দিয়ে কথা বলে। হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগাল করে। আমাকে ক্রসফায়ারে দেবে, মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে মামলা করব। আমি নৌকার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিইনি।’

অভিযোগ অস্বীকার আবদুল্লাহ রাব্বি বলেন, ‘হুমকি দূরের কথা আমি কাউকে কলই দিইনি। আর কেনই বা হুমকি দেব। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই ফোনালাপ আমার না। আমার মোবাইল থেকে অন্য কেউও রিয়াজকে ফোন দেয়নি। রিয়াজ মামলা করুক, সমস্যা নেই।’

এসব বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম উদ্দিন বলেন, ‘এ ধরনের একটি অডিও আমি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভবনীগঞ্জসহ সদর উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন হবে। এখানে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও সাতজন প্রার্থী রয়েছেন।

এ ইউপিতে বর্তমান চেয়ারম্যান রনি ও আওয়ামী লীগের পার্থী ছাড়ও সাতজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালি, মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক সহসভাপতি মোক্তার হোসেন, সাবেক প্রয়াত চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের স্ত্রী মমতাজ বেগম, বিএনপিপন্থী শাহ মোহাম্মদ এমরান ও জাহাঙ্গীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত