চিপের বাজারে মহাজন হবে চীন?
‘সেমিকন্ডাক্টর’ শব্দটি নতুন নয়—তবে নতুন করে শব্দটি গত দু-এক বছর ধরে আলোচনায় এসেছে। সেমিকন্ডাক্টর আসলে কী? এর পারিভাষিক অর্থ ‘অর্ধপরিবাহী’। ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, কম্পিউটার চিপ—কোথায় নেই সেমিকন্ডাক্টর? মূলত সেমিকন্ডাক্টরের জোগানের ওপরই নির্ভর করে বেশ কয়েকটি শিল্প খাতের বা