Ajker Patrika

চীনে চিপ শিল্পের সরঞ্জাম রপ্তানিতে কড়াকড়ির আভাস যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯: ৪৮
চীনে চিপ শিল্পের সরঞ্জাম রপ্তানিতে কড়াকড়ির আভাস যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র থেকে চীনে চিপ নির্মাণের যান্ত্রিক সরঞ্জাম পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে দেশটি। নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই কড়াকড়ি আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনের এনএএনডি (ন্যান্ড) চিপ উৎপাদন কারখানাগুলোতে যুক্তরাষ্ট্রের সরঞ্জাম আসা নিষিদ্ধ হবে। স্মার্টফোন ও কম্পিউটারের তথ্য় সংরক্ষণের জন্য় ন্য়ান্ড চিপ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ ছাড়া আমাজন, ফেসবুক ও গুগলের ডেটা সেন্টারেও ন্য়ান্ড চিপ ব্যবহৃত হয়।

এই সিদ্ধান্ত কার্যকর হলে এটি দক্ষিণ কোরিয়ার চিপ শিল্পেও প্রভাব ফেলতে পারে। কারণ চীনে দেশটির বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। তবে, চীনের ইয়াংজে মেমোরি টেকনোলজি কোম্পানি (ওয়াইএমটিসি) বিশ্বের অন্যতম ন্য়ান্ড চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওয়াইএমটিসির ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে, ২০২১ সালে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছিল—ওয়াইএমটিসির উৎপাদিত চিপের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয়ভাবে প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার ভর্তুকি দিয়েছে চীন। প্রতিবেদনে ওয়াইএমটিসিকে ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজির জন্য় সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজি নামের প্রতিষ্ঠান দুটি এককভাবে বিশ্বের এক-চতুর্থাংশ ন্য়ান্ড চিপ উৎপাদন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত