Ajker Patrika

ক্রেডিট কার্ডের ব্যবহার  

প্রযুক্তি ডেস্ক
ক্রেডিট কার্ডের ব্যবহার  

প্রযুক্তির বহুমুখী ব্যবহার মানুষের জীবনকে দিয়েছে গতিশীলতা। ব্যাংকিং সেক্টরে প্রযুক্তির নানামুখী ব্যবহার এখন লক্ষ্য করা যায় বিশ্বব্যাপী। ইন্টারনেট ব্যাংকিং, ই ওয়ালেটসহ নানারকম সেবা প্রযুক্তির কল্যাণেই গ্রাহকেরা পেয়ে থাকে। ব্যাংকে লেনদেনের জন্য এখন ইলেকট্রনিক কার্ডের নানা রকম ব্যবহার হচ্ছে। গ্রাহকদেরকে বহুমুখী সুবিধা দিচ্ছে এই ইলেকট্রনিক কার্ড। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইলেকট্রনিক কার্ডের উদাহরণ। 

ক্রেডিট কার্ড হচ্ছে একটি চিপ-ভিত্তিক প্লাস্টিকের কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা বাকিতে লেনদেনের সুবিধা পেয়ে থাকে। প্রতিটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আগে থেকেই ঠিক করে দেওয়া ক্রেডিট লিমিট থাকে। এর মানে হচ্ছে একটি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের পর আর ক্রেডিট কার্ড থেকে অর্থ খরচ করা যায় না। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার পর আবার এটি ব্যবহার করা যায়। ব্যবহারকারী যখন কোনো অর্থ প্রদানের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন উক্ত অর্থ সেভিংস/কারেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় না।

ক্রেডিট কার্ডধারীর নাম, ক্রেডিট কার্ড নাম্বার, মেয়াদ শেষের তারিখ, সিভিভি, ক্রেডিট কার্ডধারীর স্বাক্ষর এবং কাস্টমার কেয়ার সেন্টারের বিবরণ প্রভৃতি তথ্য দেওয়া থাকে ক্রেডিট কার্ডে।

ক্রেডিট কার্ড নেওয়ার সময় যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো হলো–জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট, চাকরিজীবীর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা স্যালারি সার্টিফিকেট, এক বছরের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, Memorandum of Association, ৩ মাসের ব্যাংক ট্রানজেকশন স্টেটমেন্ট ইত্যাদি।

ক্রেডিট কার্ড কেনাকাটা সহজ করেছে, তবে সময় মতো ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা টাকা পরিশোধ না করলে গুনতে হয় জরিমানা। আর ক্রেডিট কার্ড অনেক সময় খরচ করার প্রবণতা বাড়িয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত