Ajker Patrika

চিপ সংকট মোকাবিলায় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো কাজ করবে

প্রযুক্তি প্রতিবেদক
চিপ সংকট মোকাবিলায় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো কাজ করবে

সেমিকন্ডাক্টর শিল্পে ইনটেল এখনো এমন একটি প্রতিষ্ঠান যারা নিজেরাই নিজেদের চিপের নকশা এবং উৎপাদনের কাজ করে থাকে। চিপ নির্মাণে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীনের যেকোনো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ে বেশ এগিয়েই রয়েছে ইনটেল। তবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ইনটেলের সঙ্গে প্রতিযোগিতায় বেশ ভালোভাবেই পাল্লা দিচ্ছে। 

এদিকে বর্তমানে সারা বিশ্বে চলছে চিপ সংকট। ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্প। এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে চিপ জায়ান্ট ইনটেল করপোরেশন। বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্পের চিপ সংকট মেটাবে ইনটেল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, চিপ তৈরির জন্য গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে। ইনটেলের কর্মকর্তারা জানান, তারা বর্তমান চিপ সংকট মোকাবিলায় তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। 

অপরদিকে নতুন নতুন উদ্ভাবন আর প্রযুক্তিগত জ্ঞানের চর্চা টিএসএমসিকে একটি অনন্য কোম্পানিতে পরিণত করেছে। চিপের প্রয়োজনে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানসহ নানারকম প্রতিষ্ঠান যাচ্ছে টিসিএমসির কাছে। বর্তমান চিপ সংকট মোকাবিলার অন্যতম প্রতিষ্ঠান হতে চলেছে টিএসএমসি। 

ইনটেল আরেকটি প্রক্রিয়া চালু করে চিপ সংকট মোকাবিলার কাজ করছে। গাড়ি নির্মাতাদের চিপের নকশা তৈরি করে দেয় এমন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইনটেল। ইনটেলের নিজস্ব উৎপাদন নেটওয়ার্কে চিপ তৈরির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখবে। 

যুক্তরাষ্ট্র বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্পের অন্যতম একটি উৎপাদনকারী দেশ। তাই বর্তমান চিপ সংকটে তারা বেশ উদ্বিগ্ন। এ জন্য ইনটেলের সঙ্গে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। 

চিপ সংকট মোকাবিলায় ইন্টেল, টিএসএমসিসহ বিশ্বের নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর উদ্যোগ আগামী বছর থেকে আরও জোরালো হবে বলে জানিয়েছে তাইওয়ান ফোকাস, সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত