নির্বাচনী প্রচার: বাড়ির দরজায় হঠাৎ নায়ক
চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে আমার কস্মিনকালেও আলাপ-পরিচয় ছিল না। হওয়ার কথাও নয়। তবে তাঁর সঙ্গে দেখা হয়েছে অনেকবার, মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে। আমন্ত্রিত নক্ষত্রেরা সেই অনুষ্ঠানে ঝলমলে পোশাকে আবির্ভূত হন, এরপর আলোয় ভাসতে ভাসতে বিশাল প্রাঙ্গণের ভেতরে চলে যান। আমার সেখানে দায়িত্ব ছিল ‘চৌধুরীদে