Ajker Patrika

কিংবদন্তিরা বেঁচে থাকেন আজীবন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮: ২১
কিংবদন্তিরা বেঁচে থাকেন আজীবন

আমার নায়িকাজীবনের শুরুর দিকের নায়ক ছিলেন রাজ্জাক। ‘বেহুলা’ সিনেমাতে তাঁর সঙ্গে প্রথম অভিনয়। কাজ করার সময় তিনি আমাকে সাহস জোগাতেন। সহশিল্পী হিসেবে বোঝাপড়াটা প্রথম সিনেমাতেই গড়ে উঠেছিল আমাদের মধ্যে। প্রথম সিনেমাটাই দর্শক গ্রহণ করেছিলেন। হল থেকে সিনেমাটি নামানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল।

সে সময় তো আর পুরস্কার ছিল না। সবচেয়ে বড় পুরস্কার ছিল, হলের বাইরে লাল বোর্ডে ‘হাউসফুল’ লেখা। সেটা আমরা পেয়েছিলাম। বেহুলা দিয়েই বাংলা সিনেমার জোয়ার সৃষ্টি হয়েছিল। এরপর ‘মনের মতো বউ’, ‘জীবন থেকে নেওয়া’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রতিশোধ’সহ অনেক সিনেমায় কাজ করেছি।

আজ নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন। নায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন তাঁর সহশিল্পী অভিনেত্রী সুচন্দা

আমাদের একটি টিম ছিল। আমি, রাজ্জাক ও বেবী জামান। অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছি আমরা। সে সময় আমাদের সিনেমাকে কোণঠাসা করে রেখেছিল পাকিস্তানিরা। কিন্তু বাংলা সিনেমাকে দাঁড় করানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। প্রচুর কষ্ট করতাম। কাজ নিয়েই ব্যস্ত সময় কেটেছে। রাজ্জাকের অনেক জন্মদিন শুটিং সেটেই উদ্‌যাপন করেছি। কতশত স্মৃতি তাঁর সঙ্গে, সবই মনে পড়ে! ‘জীবনসঙ্গী’ সিনেমায় মোটরসাইকেলে রাজ্জাককে ধরে পেছনে বসে আছি। একপর্যায়ে পড়ে যাই। অনেক ব্যথা পেয়েছিলাম, ভয়ও। রাজ্জাক আমাকে সাহস জুগিয়েছিলেন।

অভিনেত্রী সুচন্দাসহশিল্পী হিসেবে আমাকে অনেক শ্রদ্ধা করতেন রাজ্জাক। তাঁর পরিবারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তাঁরা এখনো আমার খোঁজখবর নেন। আমিও তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখি। তাঁর মৃত্যুতে সিনেমা ইন্ডাষ্ট্রির যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। ভক্ত-দর্শকের মনের মণিকোঠায় আজো উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন রাজ্জাক। আসলে কিংবদন্তিরা বেঁচে থাকেন আজীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত