Ajker Patrika

পাঁচ বছর পর বড় পর্দায় আরজু

পাঁচ বছর পর বড় পর্দায় আরজু

দীর্ঘদিন প্রেক্ষাগৃহে কোনো সিনেমা মুক্তি পায়নি চিত্রনায়ক কায়েস আরজুর। সর্বশেষ ২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এতে আরজুর বিপরীতে ছিলেন পরীমণি। এর মাঝে কয়েকটি কাজ করলেও মুক্তির মুখ দেখেনি সিনেমাগুলো। অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে নায়কের। প্রায় পাঁচ বছরের বিরতি কাটিয়ে মুক্তি পাচ্ছে আরজুর নতুন সিনেমা ‘রুখে দাঁড়াও’। বানিয়েছেন সুকুমার চন্দ্র দাশ। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কায়েস আরজু বলেন, ‘সোশ্যাল সেন্টিমেন্টের সঙ্গে প্রেম ও সংঘাতের গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে সিনেমাটির কাহিনি। এতে কলেজের দুর্নীতি, মাদক কারবারি, অস্ত্র কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প দেখা যাবে।’

পরিচালক সুকুমার চন্দ্র দাশ বলেন, ‘মাদকের কারণে বিপথগামী হচ্ছেন শিক্ষার্থীরা। মাদকের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সচেতন করবে সিনেমাটি। শিক্ষার্থীরা বুঝতে পারবেন মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা কত প্রয়োজন।’

রুখে দাঁড়াও সিনেমায় কায়েস আরজু ছাড়া আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়াসহ অনেকে। মোহনা মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত