সেচপাম্প
দেশে এখন ইরি-বোরো ধান চাষের মৌসুম চলছে। এ সময় কৃষকের ধান চাষের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর সংকট হলে তার প্রভাব ধানের ফলনের ওপর পড়বে। যদি ধানের ফলন কম হয়,তাহলে এর প্রভাব দেশের কৃষি ও খাদ্য অর্থনীতির ওপর পড়বে। তাই এ সময় কৃষকদের জন্য, বিশেষ করে সেচের ব্যবস্থা, সার ও কীটনাশকের জোগান যথাযথভাবে থাকা দরকার।