অবশেষে কমেছে চালের দাম
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। দিনাজপুরে গত কয়েক দিনে চালের দাম বস্তাপ্রতি কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে চালের কমলেও বাজেট ঘোষণার দিনই তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ৭ টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রতিবছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে। তাই চালের দাম যে কয় টাকা কমেছে, তা কত দিন স্থায়ী হয় দেখার বিষয়।