Ajker Patrika

পলাশবাড়ীতে ভিজিএফের ৮০ বস্তা চাল জব্দ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৮: ৪৫
পলাশবাড়ীতে ভিজিএফের ৮০ বস্তা চাল জব্দ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দের ৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পবনাপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান নয়ন। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের জন্য পবনাপুর ইউপি চেয়ারম্যান বরাদ্দ পান। 

সেখান থেকে ৮০ বস্তা চাল ব্যাপারীরা কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। 

বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশের রাস্তা থেকে কয়েকটি ভ্যানে থাকা ৮০ বস্তা চাল জব্দ করা হয়। 

এ বিষয়ে জানতে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান চাল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব চাল ব্যাপারীরা কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত