রমজানের চাঁদ দেখা ইবাদত
চাঁদ দেখার মাধ্যমে হিজরি সনের হিসাব রাখা ফরজে কেফায়া। কারণ ইসলামের অনেক ইবাদত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। দুই ঈদ, রমজানের রোজা, নফল রোজা, কোরবানি, হজ, আশুরা, শবে বরাত, শবে কদরসহ ইসলামের অসংখ্য আচার-অনুষ্ঠান চান্দ্রমাসের হিসেবেই পালিত হয়।