এক সড়কেই দেড় শ বাঁক, প্রতিদিন দুর্ঘটনা
ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি মতলব দক্ষিণের নায়েরগাঁও নামক স্থানে আজ শনিবার সকালে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির ৩৫ যাত্রী গুরুতর আহত হন। এই সড়কে হওয়া নিত্য দুর্ঘটনার তালিকায় এটি সর্বশেষ সংযোজন বলা যায়। মতলব-গৌরীপুর-পেন্নাই সড়ক দুর্ঘটনার জন্য এক বড় ফাঁদ বলা যা