Ajker Patrika

মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৪: ২৯
মাছের প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত ২

বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপকৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন।

জানা যায়, নিহত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া ব্যাপারীবাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন জসিম উদ্দিন। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও  মহিন (২০) নামের দুজন বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত