বিলুপ্তপ্রায় দেশি মাছের পোনা উৎপাদনে সফল উদ্যোক্তা কামাল
কামাল হোসেন জানান, অল্প জায়গা ও সীমিত পুঁজি নিয়ে তিনি মাছের পোনা চাষ শুরু করেন। বর্তমানে আড়াই বিঘা জমির পুকুরে তিনি বাইম, কালি বাউস, মৃগেল, সুবর্ণ রুই, কাতল, তেলাপিয়া ও মহাশৈলসহ বিভিন্ন প্রজাতির পোনা উৎপাদন করছেন। তাঁর সফলতা দেখে এলাকার অনেকেই মাছের পোনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।