চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের হাজীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের হাজীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে স্বপন মেম্বার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি রূপগঞ্জের মর্তুজাবাদ গ্রামের বাসিন্দা।
১৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় এলাকাবাসীর পিটুনিতে বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
১৪ মিনিট আগেখুলনায় কিশোর ইয়াছিন ওরফে শুভ হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ নিহত কিশোরের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগে