চার গুণ দামে নেট কিনেছে চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুইটি বিভাগ আলাদা দামে ইন্টারনেট সেবা কিনছে বলে অভিযোগ উঠেছে। মোট ৬০টি ইন্টারনেট সংযোগের মধ্যে ১০টির বিল করছে প্রকৌশল বিভাগ, যা অপর ৫০ সংযোগের দামের তুলনায় অন্তত ৪ গুণ বেশি। তথ্যপ্রযুক্তি বিভাগের নিয়ন্ত্রণে থাকা ওই ৫০টি সংযোগের ইন্টারনেট দর বাজারমূল্যের কাছাকাছি।