নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এক দিনের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চারটি এলাকায় এ অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া বাবদ এই ফি আদায় করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী জানান, নগরীর ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।
চসিকের রাজস্ব বিভাগ সূত্র জানায়, বাগমনিরাম ওয়ার্ডের অ্যাপোলো মার্কেটে অভিযান চালিয়ে ভবনমালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ১০ হাজার ৭১৭ টাকা, ওয়াসা মোড়ের মো. মনসুরুল হকের ভবনে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার ২৯৯ টাকা গৃহকর আদায় করা হয়। পরে এনায়েত বাজার এসএ টাওয়ারের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা গৃহকর আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে আরও ৩৩ লাখ ৪১ হাজার ৭৭১ টাকা আদায় করা হয়।
একই দিনে রাজস্ব সার্কেল-৮–এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক ম্যাজিস্ট্রেটরা।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এক দিনের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চারটি এলাকায় এ অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া বাবদ এই ফি আদায় করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী জানান, নগরীর ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।
চসিকের রাজস্ব বিভাগ সূত্র জানায়, বাগমনিরাম ওয়ার্ডের অ্যাপোলো মার্কেটে অভিযান চালিয়ে ভবনমালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ১০ হাজার ৭১৭ টাকা, ওয়াসা মোড়ের মো. মনসুরুল হকের ভবনে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার ২৯৯ টাকা গৃহকর আদায় করা হয়। পরে এনায়েত বাজার এসএ টাওয়ারের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা গৃহকর আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে আরও ৩৩ লাখ ৪১ হাজার ৭৭১ টাকা আদায় করা হয়।
একই দিনে রাজস্ব সার্কেল-৮–এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে