Ajker Patrika

নাগরিক সেবা বাড়াতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নাগরিক সেবা বাড়াতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই: মেয়র

নগরবাসীকে কর দিয়ে চলতে হয়, কিন্তু এই আয় দিয়ে সেবার পরিধি বাড়ানো কিছুতেই সম্ভব নয়। তাই সেবা বাড়াতে নিজস্ব ভূ-সম্পত্তিতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ বক্তব্য দিয়েছেন। 

আজ সোমবার সকালে চকবাজারে চসিক কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনের সময় মেয়র এসব বলেন। মেয়র বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি হয় যা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে। নইলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। 

মেয়র বলেন, পলিথিন সভ্যতার অভিশাপ। কর্ণফুলীতে পলিথিনের জমাট ও ভারী আবরণে ড্রেজিং করা যাচ্ছে না। পলিথিন জলাবদ্ধতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পলিথিনের ভোগান্তি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান। 

প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক রঞ্জু, মঞ্জুর হোসেন, আবুল কালাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত