চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে শিক্ষার্থীরা রংবেরঙের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—চলছে খেলা চলবে, চারুকলা লড়বে। চারুকলা ক্যাম্পাসে চাই, কলেজ নয় বিশ্ববিদ্যালয় চাই। প্রশাসনের টালবাহানা মানি না, মানব না। চারুকলার ঠিকানা, ২১০০ একর জানে না।