যেখানে পানি কাচের মতো স্বচ্ছ
জীবন বাঁচাতে পানির বিকল্প কিছু নেই। এই পানি কোথাও নোনা, কোথাও মিষ্টি। সব পানিই খাওয়ার উপযোগী নয়। কিছু পানি এতই স্বচ্ছ, যার কারণে ওই এলাকা হয়ে ওঠে বিখ্যাত। এই স্বচ্ছ পানির জায়গাগুলো প্রকৃতির অপার সৌন্দর্য হয়ে ধরা দেয় মানুষের চোখে।