গ্রিসের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর দলের এ বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে কিরিয়াকোসের নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো পাঁচটি আসন পিছিয়ে রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গ্রিসে। প্রাথমিক ফলাফলে নিউ ডেমোক্রেসি পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সিরিজা পার্টি ২০ শতাংশ ভোট পেয়েছে।
এদিকে নিউ ডেমোক্রেসি পার্টি বড় ব্যবধানে জয় পাওয়ায় কিরিয়াকোস মিৎসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন সিরিজা পার্টির অ্যালেক্সিস সিপ্রাস।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৬টি আসনে জয় পেয়েছে। তবে পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে ক্ষেত্রে এখনো পাঁচটি আসন থেকে দূরে রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য নিউ ডেমোক্রেসি পার্টিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে।
কিন্তু কিরিয়াকোস জোট করবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। কারণ গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। ফলে আগামী জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চার বছর ধরে গ্রিস শাসন করছে কিরিয়াকোসের দল নিউ ডেমোক্রেসি পার্টি। ভোটের আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জনগণকে এমন বার্তা দিয়েছিলেন যে গ্রিসের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তাঁর ওপরেই আস্থা রাখা উচিত। গ্রিসের জনগণ তাঁর ওপর আস্থা রেখেছে এবং তিনি প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েও সরকার গঠন করতে পারছেন না কিরিয়াকোস। এখন দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ী হতে হলে তাঁকে অতিরিক্ত আসনে জয়ী হতে হবে। এরপর একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই তিনি আবার চার বছরের জন্য সরকার গঠন করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ক্ষমতাধর রাজপরিবারের সদস্য। তাঁর বাবা কনস্টান্টিনোস মিৎসোটাকিস ১৯৯০ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। কিরিয়াকোসের বোন ডোরা বাকোয়ানিস ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ছেলে কোস্টাস বাকোয়ানিস এথেন্সের বর্তমান মেয়র।
অন্যদিকে রামপন্থী দল সিরিজা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
গ্রিসের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর দলের এ বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে কিরিয়াকোসের নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো পাঁচটি আসন পিছিয়ে রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গ্রিসে। প্রাথমিক ফলাফলে নিউ ডেমোক্রেসি পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সিরিজা পার্টি ২০ শতাংশ ভোট পেয়েছে।
এদিকে নিউ ডেমোক্রেসি পার্টি বড় ব্যবধানে জয় পাওয়ায় কিরিয়াকোস মিৎসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন সিরিজা পার্টির অ্যালেক্সিস সিপ্রাস।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৬টি আসনে জয় পেয়েছে। তবে পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে ক্ষেত্রে এখনো পাঁচটি আসন থেকে দূরে রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য নিউ ডেমোক্রেসি পার্টিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে।
কিন্তু কিরিয়াকোস জোট করবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। কারণ গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। ফলে আগামী জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চার বছর ধরে গ্রিস শাসন করছে কিরিয়াকোসের দল নিউ ডেমোক্রেসি পার্টি। ভোটের আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জনগণকে এমন বার্তা দিয়েছিলেন যে গ্রিসের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তাঁর ওপরেই আস্থা রাখা উচিত। গ্রিসের জনগণ তাঁর ওপর আস্থা রেখেছে এবং তিনি প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েও সরকার গঠন করতে পারছেন না কিরিয়াকোস। এখন দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ী হতে হলে তাঁকে অতিরিক্ত আসনে জয়ী হতে হবে। এরপর একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই তিনি আবার চার বছরের জন্য সরকার গঠন করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ক্ষমতাধর রাজপরিবারের সদস্য। তাঁর বাবা কনস্টান্টিনোস মিৎসোটাকিস ১৯৯০ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। কিরিয়াকোসের বোন ডোরা বাকোয়ানিস ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ছেলে কোস্টাস বাকোয়ানিস এথেন্সের বর্তমান মেয়র।
অন্যদিকে রামপন্থী দল সিরিজা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৭ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে