ডাচ্-বাংলার আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরায় ছিনতাই হওয়া ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে আরো ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির বউবাজার, নেত্রকোনা ও খুলনা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।