কোটালীপাড়ায় বোনের এসএসসি পাসের আনন্দের দিনে দিঘিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু
পুরো বাড়ি যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা ছিল, সেখানে উল্টো কান্নার রোল। বাড়িজুড়ে চলছে শোকের মাতম। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার এসএসসি পাস করেছে। আজ রোববার সকালে পরীক্ষার ফল জানতে পেরে বাড়িতে হইহুল্লোড় শুরু হয়। এ সময় সবার অগোচরে তার ছোট ভাই রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়।