Ajker Patrika

নদীর পাড়ে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি
নদীর পাড়ে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে দাড়িয়ারকুল নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত আরমান শেখ (২০) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের তপু শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। দুপুরে বাড়িতে ফিরে না আশায় মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি স্বজনরা। 

আজ রোববার দুপুরে দাড়িয়ারকুলে নদীর পাড়ে স্থানীয়রা গেলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

লাশের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত