Ajker Patrika

গোপালগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, হত্যাকারীদের শাস্তি দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৪, ১৫: ৫৩
গোপালগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, হত্যাকারীদের শাস্তি দাবি

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ মিছিলে ও অবরোধে অংশ নেন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজ বেলা পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। সড়কের ওপরে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা 

মহাসড়ক অবরোধের সময় গতকাল গুলিতে নিহতের লাশ সামনে রেখে বিক্ষোভকারীরা জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল ও প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। 

গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকাএদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

গত মঙ্গলবার রাতে চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সদর উপজেলার সদ্য বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল এবং পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়ছিকুর ভুঁইয়া নামের এক যুবক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত