হেনরি প্রধানমন্ত্রিত্ব না ছাড়লে গৃহযুদ্ধ ও গণহত্যা হবে, হাইতির গ্যাং লিডারের হুমকি
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সংবাদমাধ্যমকে গ্যাং লিডার জিমি চেরিজিয়ার বলেন, ‘এরিয়েল হেনরি যদি পদত্যাগ না করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি তাকে সমর্থন করতে থাকে তাহলে শুরু হতে পারে গৃহযুদ্ধ—যা আমাদের গণহত্যার দিকে নিয়ে যাবে। হয় স্বর্গ নয়তো নরকে পরিণত হবে হাইতি। বড় বড় হোটেলে বসে থাকা গুটিকয়েক কয়েক ধ