সৌদিতে যাওয়ার ৩ দিনের মাথায় লাশ হলেন সুনামগঞ্জের গৃহবধূ
স্বামী ঋণগ্রস্ত থাকায় সৌদি আরবে গৃহকর্মীর কাজে যান রুবেনা বেগম। কিন্তু ওই দেশে যাওয়ার তিন দিনের মাথায় লাশ হতে হয়েছে তাঁকে। সৌদিতে বাংলাদেশ দূতাবাস বলছে, রুবেনা আত্মহত্যা করেছেন। ওই দেশে যাওয়ার পরপরই স্ত্রী মারা যাওয়ার কারণ জানতে আগ্রহী স্বামী জয়নাল আবেদীন।