চুলায় পুড়ছে ভাত, ঘরে গৃহবধূর লাশ
ঘরের সামনে তখনো জ্বলছিল চুলা। ভাত পুড়ে যেতে দেখে ভাড়াটিয়া মীমকে ডাকতে যান বাড়িওয়ালা। বাইরে থেকে বন্ধ করা ঘরের দরজা খুলে ঘরের ভেতর ঢুকতেই দেখা যায় বিছানার ওপর কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। কম্বল সড়াতেই বেরিয়ে আসে গলায় ওড়না প্যাঁচানো গৃহবধূ মীমের লাশ। পরে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ এসে ম