চাকরি ছেড়ে, সবকিছু বেচে দুই শিশুসন্তান নিয়ে বিশ্বভ্রমণে দম্পতি
ম্যাট ও লিয়া প্রায়র তাঁদের চাকরি ছেড়েছেন, বেঁচে দিয়েছেন সব সহায়–সম্পত্তি। তারপর দুই সন্তান তিন বছরের জ্যাক আর এক বছরের শার্লেটকে নিয়ে বেরিয়ে পড়েছেন বিশ্বভ্রমণে। পথে বিভিন্ন ন্যাশনাল পার্ক ও সংরক্ষিত অঞ্চলে থামবেন এবং পরিবেশগত ও সামাজিক বিভিন্ন উদ্যোগে সাহায্য করবেন। ভূমিকা রাখবেন জীববৈচিত্র্য রক্ষায়