‘গরুর রশি ছেঁড়া’ ঘিরে হাজারো মানুষের ভিড়
স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শোল্লা ইউনিয়নের বাঁশনল এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন বাঁশনল বাজার কমিটি, বাঁশনল যুব সংঘ ও এলাকাবাসী। গরুর রশি ছেঁড়া দেখতে অন্তত ১০ হাজার দর্শক সমবেত হয়।