কষ্ট শুধু সাধারণেরই ধর্মঘটে অচল দেশ
দাম বাড়াল সরকার, ধর্মঘট ডাকলেন পরিবহন নেতারা। বেশি দামে জ্বালানি তেল কিনবেন যাঁরা, যানবাহনে চড়বেন যাঁরা—তাঁরাই বিপদে পড়লেন। এ আক্ষেপ আবুল হোসেন নামের এক পথযাত্রীর। হেঁটে, রিকশা করে শুক্রবার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তিনি।