Ajker Patrika

চট্টগ্রামে ২৮ হাজার পরীক্ষার্থী খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৪১
চট্টগ্রামে ২৮ হাজার পরীক্ষার্থী খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটের কারণে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী। আজ শুক্রবার দেশের আট বিভাগে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ছিল। 

অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে প্রায় ৩১ হাজার ৯০২ জন পরীক্ষার্থীর চট্টগ্রামে পরীক্ষা দেওয়ার কথা। 

চট্টগ্রামের জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আব্দুল কাদের জানান, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামের ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯০২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ১৯৮ জন। মোট ২৭ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত