সুনামগঞ্জ প্রতিনিধি
তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, `এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। মূল মহাজনেরা যখন দাম বাড়ায়, তখন আমাদের বাধ্য হয়েই বাড়াতে হয়। তবে তেলের দাম মহাজনেরা যতটা বাড়িয়েছে, সেই অনুপাতে আমাদের দেশে এতটা দাম বাড়েনি।'
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ৫০তম সমবায় দিবসের আলোচনাসভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় এ আলোচনাসভার আয়োজন করে। সভায় পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
জ্বালানি তেলের ম্যল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট প্রসঙ্গে মন্ত্রী বলেন, `এখনো আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। এখন যে দাম বাড়ানো হয়েছে, তার পরও ভর্তুকি দিতে হবে। তবে আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব। ধর্মঘট ডেকে সমাধান হবে না।'
এর আগে সমবায় দিবসের আলোচনার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় এবং সমবায় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
র্যালি শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ।
আলোচনাসভা শেষে জেলার চারজন সেরা সমবায়ীকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জেলার ১২ উপজেলায় পৃথক পৃথক র্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।
তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, `এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। মূল মহাজনেরা যখন দাম বাড়ায়, তখন আমাদের বাধ্য হয়েই বাড়াতে হয়। তবে তেলের দাম মহাজনেরা যতটা বাড়িয়েছে, সেই অনুপাতে আমাদের দেশে এতটা দাম বাড়েনি।'
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ৫০তম সমবায় দিবসের আলোচনাসভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় এ আলোচনাসভার আয়োজন করে। সভায় পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
জ্বালানি তেলের ম্যল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট প্রসঙ্গে মন্ত্রী বলেন, `এখনো আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। এখন যে দাম বাড়ানো হয়েছে, তার পরও ভর্তুকি দিতে হবে। তবে আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব। ধর্মঘট ডেকে সমাধান হবে না।'
এর আগে সমবায় দিবসের আলোচনার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় এবং সমবায় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
র্যালি শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ।
আলোচনাসভা শেষে জেলার চারজন সেরা সমবায়ীকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জেলার ১২ উপজেলায় পৃথক পৃথক র্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে