পরিবারের জন্য ঘুরে দাঁড়াতে চায় অসুস্থ নারী খেলোয়াড় মৌ
একসময় জেলার বিভিন্ন মাঠ মাতিয়ে বেড়িয়েছেন কৃতী নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ (১৬)। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে সে। মাঠে প্রতিপক্ষ দলকে পরাস্ত করায় ছিল যার নেশা, এখন তিনিই পরাস্ত ইনজুরিতে। গত দেড় বছর থেকে পেট ব্যথা ও রক্ত বমির অজানা রোগে ভুগেছে মে। অর্থাভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছে না। চ