খামারে মাছ, পতিত জমিতে পেঁপে চাষে সফল সোমা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নারী উদ্যোক্তা সোমা আক্তার। পাঁচ বিঘার খামারে মাছ চাষের পাশাপাশি চার পাড়ের পতিত জমিতে শুরু করেছেন পেঁপে চাষ। এতে বেশ ভালো ফলনও এসেছে। মাছ ও পেঁপে চাষে বাজিমাত করেছেন শিক্ষিত এই নারী। চাকরির পেছনে না ছুটে পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেটাই দে