Ajker Patrika

খামারে মাছ, পতিত জমিতে পেঁপে চাষে সফল সোমা

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
খামারে মাছ, পতিত জমিতে পেঁপে চাষে সফল সোমা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নারী উদ্যোক্তা সোমা আক্তার। পাঁচ বিঘার খামারে মাছ চাষের পাশাপাশি চার পাড়ের পতিত জমিতে শুরু করেছেন পেঁপে চাষ। এতে বেশ ভালো ফলনও এসেছে। মাছ ও পেঁপে চাষে বাজিমাত করেছেন শিক্ষিত এই নারী। চাকরির পেছনে না ছুটে পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেটাই দেখিয়েছেন সোমা।

সোমার এমন সফলতা দেখে নিজের সময়কে কাজে লাগাতে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যরা। তাই সোমা হতে পারেন এখনকার বেকার নারী-পুরুষদের অনুপ্রেরণা। 
জানা গেছে, উপজেলার নারান্দী উত্তরপাড়া গ্রামের প্রবাসী মানিক মিয়ার স্ত্রী সোমা আক্তার। চার বছর ধরে মানিক মিয়া সৌদি আরবে কর্মরত। বছর দেড়েক আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পাঁচ বিঘা জমির ফিশারিটি পাঁচ বছরের জন্য লিজ নেন। এতে মাছ চাষ করছেন তাঁর স্ত্রী সোমা আক্তার। এ ছাড়া কৃষি বিভাগের পরামর্শে ফিশারির চার পাড়ের পতিত জমিতে দেশীয় জাতের পেঁপে চাষ করছেন। মাছের পাশাপাশি পেঁপে থেকে বাড়তি আয় হচ্ছে তাঁর।

সরেজমিনে দেখা গেছে, বিশাল ফিশারির চার পাড়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে তিন শতাধিক পেঁপেগাছ। প্রতিটি গাছে ৪০ থেকে ৫০টি করে পেঁপে ধরেছে। পেঁপের আকারও বেশ ভালো। ফিশারির পাশাপাশি পেঁপেবাগানটি সবার নজর কাড়ছে।

বাগানে পরিচর্যার কাজে ব্যস্ততার ফাঁকে সোমা আক্তার জানান, স্বামীর অনুপ্রেরণায় পাঁচ বিঘা জমির খামারটি লিজ নিয়ে তাতে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি ফিশারির পাড়ের পতিত জমিতে দেশীয় জাতের পেঁপে চাষ করছেন। বাগানে প্রায় ৩০০ পেঁপেগাছ রয়েছে। যে ফলন এসেছে তাতে খরচ মিটিয়ে কয়েক গুণ লাভ হবে বলে আশা করছেন তিনি।

সোমা আক্তার বলেন, ‘ফিশারিতে রুই, কাতলা, তেলাপিয়াসহ দেশীয় প্রজাতির দেড় লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়েছে। আশা করছি ৪-৫ লাখ টাকার মাছ বেচতে পারব।’

সোমা আরও বলেন, ‘কাজে কোনো পার্থক্য নেই। আমি উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। সেই শিক্ষাকে মাছ ও পেঁপে চাষে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি।’

নারান্দী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাছ চাষের পাশাপাশি পেঁপে চাষ থেকে বাড়তি আয় হবে সোমার। তাঁর সফলতা দেখে অন্যরাও এ জাতের পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত