জয়ে ফিরেছে এটা স্বস্তির
যেকোনো টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের সবচেয়ে বড় বিষয় মনঃসংযোগ। এখানে বৃষ্টির একটা ব্যাপার ছিল। খেলা হবে কি হবে না, এসব সময়ে খেলায় পুরোপুরি মনোযোগ দেওয়া যায় না। বৃষ্টির এত বাধা ছিল, সাম্প্রতিক পারফরম্যান্সও একটা বাধা ছিল। দিন শেষে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে ম্যাচটা জিতলাম।