ক্যানসারে আক্রান্ত তামিম বাঁচতে চান
নরসিংদীর রায়পুরায় ক্যানসারে আক্রান্ত যুবক তামিম মিয়া বাঁচতে চান। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করতে পারছে না পরিবার। তামিম উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি ঢাকার পপুলার বেসরকারি হাসপাতালে পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।