Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত ফন গালের জায়গায় আসবেন কোমান

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ৪৬
ক্যানসারে আক্রান্ত ফন গালের জায়গায় আসবেন কোমান

ক্যানসারে আক্রান্ত নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুই ফন গাল। তবু তিনিই ২০২২ বিশ্বকাপে ডাগআউট সামলাবেন। বিশ্বকাপ শেষে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হবে সাবেক বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানকে। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।

 ফন গালের উত্তরসূরি হিসেবে ২০২৩ সালে ডাচদের কোচ হয়ে ফিরবেন রোনাল্ড কোমান। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন তিনি। বার্সেলোনার প্রধান কোচ হতে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের চাকরি ছেড়ে দিয়েছিলেন। 

দায়িত্ব পাওয়ার পর কোমান বলেছেন, ‘আমি নতুন করে দলকে সহযোগিতা করতে উন্মুখ। প্রায় দেড় বছর আগে যখন আমি ডাচ জাতীয় দল ছাড়ি, তখন কিন্তু অসন্তুষ্ট ছিলাম না। আমি ভালোই ছিলাম এবং ফলও ছিল ভালো। আন্তর্জাতিক মঞ্চেও ভালো যাচ্ছিল সব। ওই পথে আবারও চলব আমরা। এটা আমার জন্য নিশ্চিত।’

এদিকে গত ৪ এপ্রিল ডাচ টিভি অনুষ্ঠান ‘উমবের্তো’তে  ফন গাল জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত । এর মধ্যে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নেওয়া হয়ে গেছে তাঁর! এত দিন বিষয়টি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন ফন গাল। এমনকি নিজের শিষ্যদেরও জানাননি এই খবর। তাঁর কাছে মনে হয়েছে, আগে আগে জানিয়ে শিষ্যদের মধ্যে ভীতি সঞ্চার করার কোনো মানেই হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত