উপসচিব পুলে কোনো কোটা নয়, শতভাগ চায় প্রশাসন ক্যাডার
উপসচিব পুলের কোটা নিয়ে প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারদের দ্বন্দ্ব আরেক ধাপ বাড়ল। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, উপসচিব পুলে কোনো কোটা তাঁরা মানবেন না। এই কোটা তুলে দিয়ে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত শতভাগ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করতে হবে।