জোর করে নেতৃত্ব থেকে সরানো হয়েছে কোহলিকে!
চলতে থাকা গুঞ্জনকে সত্যি করে টি-টোয়েন্টির পর গতকাল ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার বিষয়টি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। তবে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে চাননি কোহলি। তাই তাঁকে জোর করেই সরাতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।