এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়ার শেষ ম্যাচে বাকি দুই সংস্করণে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তবে সে সুযোগ জুটল না কোহলির কপালে। গতকাল এক প্রকার হুট করেই তাঁকে সরিয়ে ওয়ানডেতে রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা জানায় বিসিসিআই।
কোহলিকে এমন অকস্মাৎ অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরেশোরে। টি-টোয়েন্টি নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাড়েন তিনি। তবে ওয়ানডের ব্যাপারটা ঘটল সম্পূর্ণ বিপরীতভাবে। তবে ব্যাপারটা পরিষ্কার করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেছেন, বিসিসিআই বিরাটকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে এটার সঙ্গে একমত হয়নি। তখন নির্বাচকেরা ভাবলেন, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যে একমত ছিলেন সেটা এখন অনেকটাই পরিষ্কার। সৌরভের কথার আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পদত্যাগ করার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল বিসিসিআই। তবে দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাই অনেকটা জোর করেই তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ভারও উঠল রোহিতের কাঁধে। টেস্টে আগের মতোই দায়িত্ব সামলাবেন কোহলি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২০১৬ সালের পর আবার দুই অধিনায়কের যুগে প্রবেশ করবে ভারত। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর সব সংস্করণে নেতৃত্ব দিয়ে আসছিলেন কোহলি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়ার শেষ ম্যাচে বাকি দুই সংস্করণে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তবে সে সুযোগ জুটল না কোহলির কপালে। গতকাল এক প্রকার হুট করেই তাঁকে সরিয়ে ওয়ানডেতে রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা জানায় বিসিসিআই।
কোহলিকে এমন অকস্মাৎ অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরেশোরে। টি-টোয়েন্টি নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাড়েন তিনি। তবে ওয়ানডের ব্যাপারটা ঘটল সম্পূর্ণ বিপরীতভাবে। তবে ব্যাপারটা পরিষ্কার করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেছেন, বিসিসিআই বিরাটকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে এটার সঙ্গে একমত হয়নি। তখন নির্বাচকেরা ভাবলেন, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যে একমত ছিলেন সেটা এখন অনেকটাই পরিষ্কার। সৌরভের কথার আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পদত্যাগ করার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল বিসিসিআই। তবে দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাই অনেকটা জোর করেই তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ভারও উঠল রোহিতের কাঁধে। টেস্টে আগের মতোই দায়িত্ব সামলাবেন কোহলি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২০১৬ সালের পর আবার দুই অধিনায়কের যুগে প্রবেশ করবে ভারত। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর সব সংস্করণে নেতৃত্ব দিয়ে আসছিলেন কোহলি।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে