ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ
নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পাড় থেকে মো. রহমত আলী (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে লাশটি পাওয়া যায়। এর আগে গতকাল বুধবার বিকেলে তিনি মাঠে রোপণ করা নেত্রকোনা, কলমাকান্দা, কৃষক, লাশ উদ্ধার, পুলিশ