গুগলের ‘বার্ড’ এআই নিজে নিজে বাংলা শিখেছে
চ্যাটজিপিটিকে পাল্লা দিতে ‘বার্ড’ নিয়ে আসে গুগল। বার্ড নিয়ে সিবিএসের ‘৬০ মিনিটস’কে সাক্ষাৎকার দেন গুগলের সিইও সুন্দর পিচাই, ভাইস প্রেসিডেন্ট সিসি শাও এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মানিকা। গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মানিকা বলেন, ‘বার্ড নিজেই নিজেকে বাংলা শিখিয়েছে।’