Ajker Patrika

এআইয়ের বানানো ছবি প্রতিযোগিতায় প্রথম, পুরস্কার প্রত্যাখ্যান বিজয়ীর 

প্রযুক্তি ডেস্ক
এআইয়ের বানানো ছবি প্রতিযোগিতায় প্রথম, পুরস্কার প্রত্যাখ্যান বিজয়ীর 

সম্প্রতি মর্যাদাপূর্ণ একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে এআই দিয়ে বানানো একটি ছবি। বরিস এলডাগসেনের ‘দ্য ইলেকট্রিশিয়ান’ নামের ছবিটি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস— এর ক্রিয়েটিভ বিভাগের প্রথম পুরস্কার জিতেছে। তবে এআই দিয়ে এই ছবি বানিয়েছেন বলে পুরস্কার প্রত্যাখ্যান করেন এলডাগসেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারটি প্রত্যাখ্যান করে এলডাগসেন বলেন, ‘এআই দিয়ে বানানো ছবিকে ফটোগ্রাফি বলা যায় না। আমি এতে অংশগ্রহণ করেছিলাম কারণ, আমি দেখতে চেয়েছিলাম প্রতিযোগিতাগুলো এআই দিয়ে বানানো ছবি ধরতে সক্ষম কিনা। তবে বুঝতে পারলাম, তাঁরা এখনো সক্ষম নয়।’

এলডাগসেন এক ব্লগপোস্টে ব্যাখ্যা করে জানান, তিনি তাঁর ফটোগ্রাফির অভিজ্ঞতা ব্যবহার করে এই পুরস্কার বিজয়ী ছবি তৈরি করেছেন। তিনি এআই জেনারেটররের সঙ্গে ‘সহ-নির্মাতা’ হিসেবে প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। 

তিনি আরও লিখেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আয়োজকদের এই পার্থক্য সম্বন্ধে সচেতন করতে চেয়েছিলাম। এ ছাড়া, আমি এও চেয়েছি আয়োজকেরা যাতে এআই দিয়ে তৈরি ছবির জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত