রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
মোয়াজ মানসিক প্রতিবন্ধী ছিল। সে পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়ি থেকে সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। এরপর তাঁরা খবর পান, বাসার কাছে নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মোয়াজ। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন.