Ajker Patrika

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১২: ২০
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে খালিদ হোসেন (১৭) ও তামিম হোসেন (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সজীব হোসেন (১৬) নামে আরও একজন। আজ রোববার সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত খালিদ ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে এবং তামিম একই এলাকার আরিফ হোসেনের ছেলে। আহত সজীবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সম্পর্কে চাচাতো ভাই। 

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে কৃষকেরা মাঠে যাওয়ার পথে পারলক্ষ্মীপুর মাঠের রাস্তার পাশে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে আমরা দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় পেয়েছি। আহত কিশোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।’ 

 ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত